কবিতা; বাংলাকে ভালোবাসি
বাংলাকে ভালোবাসি
কাজী রাজ্জাক তুষার
এসো বাংলাকে ভালোবাসি
ভুলে যাই ভেদাভেদ
অনাহারীর মুখে ফুটাই হাসি
এসো বাংলাকে ভালোবাসি।
এসো দুর্নীতি মুক্ত দেশ গড়ি
অন্যায়ের প্রতিবাদ করি
এসো বিবেককে ভেঙে আবার গড়ি
এসো বাংলাকে ভালোবাসি।
এসো ফিরিয়ে খাদ্যর অধিকার
অনাহারে দিন কাটছে যার,
পথ শিশুর মুখে ফুটাই হাসি
এসো বাংলাকে ভালোবাসি।
এসো গড়ে দেই বাসস্থান
শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান
বস্রের অভাব আপন হাতে দুর করি
এসো বাংলাকে ভালোবাসি।
এসো প্রতিদিন ভালো কাজ করি
মানব সেবায় মেলে ধরি,
সাধ্যমতো চেষ্টা করি
এসো সবাই মিলে সোনার বাংলা গড়ি।
এসো বাংলাকে ভালোবাসি।
কাজী রাজ্জাক তুষার
এসো বাংলাকে ভালোবাসি
ভুলে যাই ভেদাভেদ
অনাহারীর মুখে ফুটাই হাসি
এসো বাংলাকে ভালোবাসি।
এসো দুর্নীতি মুক্ত দেশ গড়ি
অন্যায়ের প্রতিবাদ করি
এসো বিবেককে ভেঙে আবার গড়ি
এসো বাংলাকে ভালোবাসি।
এসো ফিরিয়ে খাদ্যর অধিকার
অনাহারে দিন কাটছে যার,
পথ শিশুর মুখে ফুটাই হাসি
এসো বাংলাকে ভালোবাসি।
এসো গড়ে দেই বাসস্থান
শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান
বস্রের অভাব আপন হাতে দুর করি
এসো বাংলাকে ভালোবাসি।
এসো প্রতিদিন ভালো কাজ করি
মানব সেবায় মেলে ধরি,
সাধ্যমতো চেষ্টা করি
এসো সবাই মিলে সোনার বাংলা গড়ি।
এসো বাংলাকে ভালোবাসি।

No comments