🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জামশা-কালীগঙ্গা সেতুতে ঝুঁকিপূর্ণ ফাঁটল

সিংগাইরের জামশা-কালীগঙ্গা সেতুতে মারাত্মক ফাটল

যুব সংবাদ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা কালীগঙ্গা নদীর উপর নির্মিত ব্রীজে মারাত্মক ফাটল দেখা দিয়েছে।
দিন দিন এ ফাটল বেড়ে চলছে। এখনই উপযুক্ত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকিতে পরতে পারে এ সেতুটি।
২৪০.১২৫ মিটাট দৈর্ঘ এ সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল  অধিদপ্তর কর্তৃক ৪ কোটি ৬৮ লক্ষ ৩৮৫ টাকা ব্যয়ে ২০১৩ সালে নির্মান কাজ শেষ করেন মেসার্স ইষ্টল্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান।
স্থানীয় জনগণের সূত্রে জানা যায় যে-ব্রীজটিতে পণ্যবাহী বড় কোন গাড়ি অথবা মাহিন্দ্রা চলাচলের সময় মারাত্মক ভাবে কম্পিত হতে থাকে।যা সাধারণ কম্পনের  তুলনায় কিছুটা অস্বাভাবিক বলে মনে হয়।
ফাঁটলের আশেপাশে বেশ কিছু যায়গায় ফাঁপা ও ফুলে উঠেছে। যানবাহন  চলাচলের সময় মারাত্মক কম্পনের সৃষ্টি হচ্ছে।
দ্রুত পদক্ষেপ না নিলে মারাত্মক ঝুঁকি ও দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

No comments

Auto Scroll Stop Scroll