সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস(সিদীপ) জিরানী ব্রাঞ্চের উদ্যোগে ত্রাণ বিতরণ
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস(সিদীপ) জিরানী ব্রাঞ্চের উদ্যোগে ত্রাণ বিতরণ
মনসুর আলম মিন্টুঃ ১৪ই আগষ্ট শনিবার ২০২১ ইং তারিখ সিদীপ জিরানী ব্রাঞ্চ এর উদ্যোগে কালিয়াকৈর উপজেলায় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়।
দেশে করোনায় যখন খেটে খাওয়া মানুষ বিপর্যস্ত, লক্ষ মানুষ হয়ে পড়ছে কর্মহীন ও অসহায়, তখন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস ( সিদীপ) এর
উদ্যগে অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু, লবন, পেয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলার -উপজেলা নির্বাহী অফিসার- জনাব তাজওয়ান আকরাম সনকাপি ইবনে সাজ্জাদ,
এসিল্যান্ড -মোঃ মামুনুল হক, পি আই ও মোঃ রোজা আল মামুন, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস ( সিদীপ) এর গাজীপুর জোনের - জোনাল ম্যানেজার -মোঃসরোয়ারে জাহান, আশুলিয়ার এরিয়ার এরিয়া ম্যানেজার দীপঙ্কর রায় ও সিদীপ জিরানী
ব্রাঞ্চের - ব্রাঞ্চ ম্যনাজার মোঃ ইউনুছ আলী এবং সহকর্মী বৃন্ধ।
উক্ত ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব তাজওয়ান আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস ( সিদীপ) এর মহতি উদ্যোগের ভুয়ষী প্রসংশা করেন এবং উপজেলা পি আই ও অফিসার জনাব মোঃ রেজা
আল মামুন বলেন, সিদীপ আর্ত্বমানবতার সেবায় শিক্ষা সাস্থ্য আর্থ সামাজিক উন্নয়নে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে, যা দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের ও
গ্রামীন অর্থনীতি সচল রাখতে গুরত্বপূর্ন ভুমিকা পালন করছে।
No comments