মানিকগঞ্জে নিজের তৈরি পিস্তল দিয়ে প্রতিপক্ষ প্রেকিককে গুলি করে আহত
মানিকগঞ্জে প্রতিভাবান তরুন সীমান্ত (২৪) ইউটিউব ঘেঁটে নিজের হাতে তৈরি করেছেন একটি পিস্তল এবং নিজের তৈরী পিস্তল দিয়ে গুলি করে আহত করেছেন নূর মোহাম্মদ (এহিয়া) (১৪) নামে দশম শ্রেণির এক ছাত্রকে।
শনিবার (৮ মে) রাতে নিজের তৈরি পিস্তল নিয়ে মানিকগঞ্জ শহরের এলজিইডি অফিসের পাশে প্রতিপক্ষ এহিয়া হোসেন মির্জা ওরফে নূর মোহাম্মদকে (১৬) গুলি করে সীমান্ত। আহত এহিয়া হোসেন মির্জাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
এদিকে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর উপজেলা নবগ্রাম থেকে সীমান্তকে তার নানা বাড়ি থেকে রাত ৩টায় তার তৈরি পিস্তলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর সীমান্ত পুলিশের কাছে তার অপরাধ শিকার করেছেন।
জানা যায় প্রেমের বাঁধা হয়ে দাঁড়ানো এহিয়াকে
উচিত শিক্ষা দিতেই সীমান্তের এ পথ বেছে নেয়া।
এই ঘটনায় আহত এহিয়ার মা নূরজাহান বাদি হয়ে ও অস্ত্র আইনে এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে মামলা করছেন। রোববার (৯ মে) দুপুরে সীমান্তকে আদালতে পাঠানো হয়েছে।
 

 
 
No comments