🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

নবাবগঞ্জের উত্তর বার্হ্রা গ্রামের দরিদ্রদের মাঝে 'জাগরণ যুব সংঘের' ঈদ উপহার সামগ্রী বিতরণ

 নবাবগঞ্জের উত্তর বার্হ্রা গ্রামের দরিদ্রদের মাঝে 'জাগরণ যুব সংঘের' ঈদ উপহার সামগ্রী বিতরণ


 



ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বার্হ্রা গ্রামের হতদরিদ্র ও করোনায় কর্মহীন হয়ে পড়া জনগণের মাঝে ঈদের বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন 'জাগরণ যুব সংঘ,।


৫ মে বুধবার বিকাল ৪ ঘটিকায় প্রবাসী ও সদস্যদের অর্থায়নে সংগঠনটির ম্যানেজিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রায় ৮০ টি পরিবারের মাঝে চাল,ডাল,তেল, সেমাই,পেঁয়াজ, চিনি, কিসমিস সহ বিভিন্ন খাদ্য উপকরণ বিতরণ করা হয় সেই সাথে হতদরিদ্র কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রাজু আহমেদ জানান- বিগত বছরের মত এবারও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জাগরণ যুব সংঘ, সকলের প্রচেষ্টা ও সহায়তা নিয়ে  এ ক্ষুদ্র প্রচেষ্টা। এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।


No comments

Auto Scroll Stop Scroll