🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে ছেলের আঘাতে বাবার মৃত্যু

 মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে পিতা মোঃ খোকন মিয়ার (৫৫) মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সোয়া ১১ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের উত্তর বকচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে কাউছার (২৩) পলাতক রয়েছে।


নিহতের বোন আমেনা জানান, পারিবারিক কলহের জেরে মোঃ খোকন মিয়ার ছোট ছেলে কাউছার(২৩) ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা টিউবওয়েলের হাতল দিয়ে মাথাসহ শরীরে এলোপাথাড়ি আঘাত করলে মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আমেনা বাঁচানোর চেষ্টা করলে তাকেও মারতে আসে ঘাতক কাউছার।


সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: আসলাম হোসেন জানান, তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিলে যত দ্রুত সম্ভব তদন্ত করে হত্যাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



No comments

Auto Scroll Stop Scroll