🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর ঈদের শুভেচ্ছা বক্তব্য

পবিত্র ঈদের শুভেচ্ছা সকলকে। নিজ এলাকার মসজিদে নামায পড়ুন। এলাকা ভেদে সময় ভিন্ন হতে পরে। জামাত অবশ্যই মসজিদে হবে। প্রয়োজনে একাধিক জামাত হবে।
নমায পড়তে যাওয়ার পূর্বে একটু ভেবে নিতে অনুরোধ সকলকেঃ
১। ঠিকমতো সাবান দিয়ে গোছল করেছেন তো;
২। ওজু করেছেন তো;
৩। আপনার পরিধেয় কাপর জীবানুমুক্ত আছে তো;
৪। জীবানুমুক্ত মাস্ক ও গ্লাভস পরেছেন তো;
৫। জায়নামাজ নিয়েছেন তো;
মসজিদে পৌছে দেখে নিনঃ
১।  যেখানে জায়নায বিছিয়েছেন জায়গাটা পরিস্কার তো;
২। পাশের ব্যাক্তি আপনার থেকে সামাজিক দূরত্বে আছে তো;
নামায শেষে করণীয়ঃ
১।  শুভেচ্ছা বিনিময়ে সামাজিক দূরত্ব বজায় রয়েছে তো;
২। কোলাকুলি করছেন না তো;
৩। হাত মুসাফা করছেন না তো;
সব ঠিক থাকলে আপনাকে অভিন্ন্দন। আর দ্রুত বাসায় পৌছে যান। পরিধেয় কাপর পাল্টে ভালো করে স্বাস্থ্যবিধি মতে হাত মুখ ধুয়ে নিন। পরিবারের সাথে ঈদ উদযাপন করুন।
অযথা বাইরে বের হবেন না।
আপনার আর পরিবারের সকলের সুস্থ্যতা কামনা করছি।
মহান আল্লাহ্ তায়ালা আমাদের সহায় হোন।
ঈদ মোবারক।
ধন্যবাদ।

No comments

Auto Scroll Stop Scroll