🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে একই পরিবারের ৮ সদস্য করোনায় আক্রান্ত

যুব সংবাদ ডেস্ক:মানিকগঞ্জের জেলার সিংগাইর উপজেলায় একই পরিবারের ৮ সদস্যর দেহে করোনা সনাক্ত হয়েছে।এছাড়াও এ ৮ জন সহ (৩১মে)রিপোর্টে এ উপজেলায় করোনা সনাক্ত হয়েছে  ১১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্ত ৮ জন উপজেলার ধল্লা ইউনিয়নের ভাটিরচর (ঘেলে পাড়া) এলাকার একই পরিবারের সদস্য। তাদের পরিবারের এক ব্যক্তি সাভার থাকতো, তার মাধ্যমেই সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছারও জয়মন্টপ ইউনিয়নের করোনায় মৃত্যু ব্যবসায়ী বাদল কুমার সাহার পরিবারের আরো ২ সদস্য করানোয় আক্রান্ত হয়েছে এবং তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামে জনৈক ১ ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে ।
এ নিয়ে উপজেলায় মোট ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ বলেন, ৩০ মে যে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম । ৩১ মে রাতে পরীক্ষার রিপোর্ট আমরা জানতে পারি। এতে একই পরিবারের ৮ জনসহ ১১ জন করোনা পজেটিভ আসে। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জীবাণুমুক্ত করার কাজ চলছে। জীবাণুমুক্ত করার কাজ শেষ হলে স্বাভাবিক চিকিত্‍সা আবার করা সম্ভব হবে।

No comments

Auto Scroll Stop Scroll