সিংগাইরে আম গাছে ঝুলন্ত অবস্থায় মহিলার মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে সিংগাইর উপজেলায় প্রতিবেশীর আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ময়না বেগম নামে ৫৫ বছর বয়সি এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম গ্রামে প্রতিবেশীর বাড়ির আম গাছের সাথে ওই বৃদ্ধার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধা ময়না বেগম তিন সন্তানের জননী। ময়না বেগম তার স্বামী মজর আলী (৫৫) এর সাথে গত ২ আগস্ট ঝগড়া করে পাশের গ্রামের মেয়ের বাড়িতে চলে যায়। গত ৪ আগস্ট ভোরে মেয়ের বাড়ি থেকে তার নিজ বাড়িতে চলে আসার কথা বলে মেয়ের বাড়ি বেড়িয়ে আসে। ৪ আগস্ট ভোর ৬ টার দিকে মজর আলীর প্রতিবেশী জনৈক রফিক মিয়ার বাড়ির সামনের আম গাছের সাথে লাইলনের রশি দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশী আব্দুর রহমান আম গাছের সাথে বৃদ্ধা ময়না বেগমের লাশ ঝুলতে দেখে প্রতিবেশিরা ডাক-চিৎকার দেয়। এরপরই ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয় এবং তার লাশ দেখতে পান।
খবর পেয়ে সিংগাইর সার্কেলের এএসপি মো. রেজাউল হক, ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্লা জানান,পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
এ বিষয়ে সিংগাইর থানায় একটি অপমূত্যর মামলা হয়েছে।
No comments