ওমিক্রন ঠেকাতে মানিকগঞ্জে 'বিধিনিষেধ ' সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ
ওমিক্রন ঠেকাতে মানিকগঞ্জে 'বিধিনিষেধ ' সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব বেড়ে চলেছে। করোনার নতুন রুপ ওমিক্রন ইতিমধ্যে বাংলাদেশও সনাক্ত হয়েছে প্রায় ৩০ জন। মহামারীর এমন পরিস্থিতি থেকে জনসাধারণকে রক্ষা ও করোনা প্রতিরোধে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১০ জানুয়ারি সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মাদ আব্দুল লতিফ সাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে করোনা প্রতিরোধে বিভিন্ন বিধিনিষেধ উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি বলা হয়েছে -
০১ ) দোকান , শপিংমল ও বাজারে ক্রেতা - বিক্রেতা এবং হোটেল - রেঁস্তোরাসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে । অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে ;
০২ ) অফিস - আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মা ব্যবহার করতে হবে । স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে ;
০৩ ) রেঁস্তোরায় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে ;
০৪ ) ১২ বছরের ঊর্ধ্বের সকল ছাত্র - ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না ;
০৫ ) স্থলবন্দর , সমুদ্রবন্দর ও বিমানবন্দরসমূহে ক্রিনিং - এর সংখ্যা বাড়াতে হবে । পোর্টসমূহে ক্রু - দের জাহাজের বাইরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করতে হবে । স্থলবন্দরগুলোতেও আগত ট্রাকের সাথে শুধুমাত্র ড্রাইভার থাকতে পারবে । কোনো সহকারী আসতে পারবে না । বিদেশগামীদের সঙ্গে আসা দর্শণার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করতে হবে ;
০৬ ) ট্রেন , বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেয়া যাবে । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে । সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোডিড -১৯ টিকা সনদধারী হতে
০৭ ) বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোডিড -১৯ টিকা সনদ প্রদর্শন ও Rapid Antigen Test করতে হবে ;
০৮ ) স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সকল মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামগণ সংশ্লিষ্টদের সচেতন করবেন ;
০৯ ) সর্বসাধারণের করোনার টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ গ্রহণ করবে ; ১০ ) কোডিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক , রাজনৈতিক , ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে ;
১১ ) কোনো এলাকার ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচান করে ব্যবস্থা নিতে পারবে ।
আসছে ১৩ জানুয়ারি থেকে এ প্রজ্ঞাপনটি কার্যক্রর করা হবে।।
No comments