আাজ এল-ক্লাসিকো। সৌদি আরবে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা
আাজ এল-ক্লাসিকো। সৌদি আরবে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদে নেই ক্রিস্টিয়ানো রোনালদো, রামোস, পেপে। বার্সেলোনায় নেই লিওনেল মেসি,ইনিয়েস্তা, পুয়োল। নেই আগের সেই এল ক্লাসিকোর ঝাজ। তবে ক্লাব দুটির সাবেক তারকারা ক্লাব ছেড়ে চলে গেলেও তাদের জন্য এল ক্লাসিকোতো বন্ধ থাকতে পারে না। সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের ম্যাচে অপ্রত্যাশিত এল ক্লাসিকো উপভোগ করার সুযোগ পেয়ে গেছে ফুটবল বিশ্ব।
আগের মৌসুমের স্প্যানিশ লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ী দল দুটির মাঝে হয়ে থাকতো স্প্যানিশ সুপার কাপ। প্রতি মৌসুম শুরুর আগে হোম ও এ্যাওয়ো;দুই লেগ ভিত্তিতে ম্যাচ দুটি হয়ে থাকতো। সম্মানী হিসেবে প্রচার স্বত্ব ও দর্শক মাঠে প্রবেশ বাবদ কিছু অর্থ পেত দুই দল। কিন্তু সেটা ছিল এক সম্মানের লড়াই।মৌসুমের শুরুতে জয় আর বড় প্রতিপক্ষকে হারানোর মনস্তাত্বিক খেলায় জয়ী হয়ে লিগ শুরু করতে চাইত জয়ী দলটি।
কিন্তু স্প্যানিশ সুপার কাপের পুরো চেহারা পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যেরস দেশ সৌদি আরব। নারী অধিকার, মানবাধিকার ও বিভিন্ন বিষয় নিয়ে সাড়া বিশ্বে চাপে থাকা যুবরাজ মুহম্মদ বিন সালমান কাড়ি কাড়ি টাকা ঢেলে স্প্যানিশ সুপার কাপের চেহারা পাল্টে দিয়েছে। স্পেনের পরিবর্তে সুপার কাপের আসর বসছে খেজুর আর উটের দেশ সৌদি আরবে।সুপার কাপ এখন চারটি দল নিয়ে ছোট্ট এক আসর।২০২০ সালে সৌদি আরবেই বসেছিল এর প্রথম সংস্করণ। সেবার স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ আর সেমিফাইল থেকে বাদ পড়ে চাকরি খুইয়ে ছিল বার্সা কোচ আর্নেস্ট ভেলভার্দে।করোনা ভাইরাস পেন্ডিমিকের কারনে পরের আসরটি আর বসতে পারেনি।
গত মৌসুমের কোপা দেল রে’র ফাইনাল খেলা দুই দল ও লা লিগার পয়েন্ট তালিকার প্রথম দুটি দল নিয়ে সরাসরি সেমিফাইনাল ও ফাইনাল ভিত্তিক আসরের দ্বিতীয় সংস্করণ বসতে যাচ্ছে মরুর দেশ সৌদি আরবের রিয়াদে। আর সে আসরের প্রথম সেমিফাইনালে আজ রাত ১টায় মুখোমুখি হতে যাচ্ছে গতবারর কোপা দেল রে জয়ী বার্সেলোনা ও লা লিগা রানার্স আপ রিয়াল মাদ্রিদ। রিয়াদের কিং ফাহাদ আর্ন্তজাতিক স্টেডিয়ামে বসবে থিবো কুর্তোয়া, ডিভিড আলাবা আর ফ্রাংকি ডি ইয়ং,মেম্ফিস ডিপাইদের মহারণ।
চলতি মৌসুমে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ আছে দুর্দান্ত সাফল্যে। লা লিগার পয়েন্ট তালিকায় টনি ক্রুস ,ক্যাসিমিরো, লুকা মড্রিচরা সবার উপরে। কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডও নিশ্চিত করে ফেলেছে লস ব্লাংকসরা।চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যূ’তে গিয়ে কাতালানদের ২-১ গোলের পরাজয়ের মালা পড়িয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। অভিজ্ঞ করিম বেনজামার সাথে তরুন ভিনিসুস জুনিয়রের সাথে হয়ে গেছে এক নান্দনিক রসায়ন। দুজন মিলে প্রতিপক্ষের রক্ষণকে দুমড়ে মুচড়ে গোলের পর গোল ছিনিয়ে আনছেন। আজকের ম্যাচে অপেক্ষাকৃত তরুণ বার্সা রক্ষণ রিয়ালের আক্রমণে তঠস্থ থাকবে, বার্সা গোলকিপার টের স্টেগানকে পার করতে হতে পারে এক ব্যস্ত রাত।
ক্লাবের সবচেয়ে সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে হারিয়ে বার্সেলোনা এখন দিশেহারা।লা-লিগায় তাদের আগের দাপট নেই। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইউরোপা লিগে খেলার লজ্জা এখন জেড়ার পিকে-জর্দি আলাবাদের গায়ে। তরুন কিন্তু সম্ভাবনাময় এক দলের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাব কিংবদন্তি জাভির উপর। কাতার থেকে উড়িয়ে এনে তাকে দেওয়া হয়েছে কাতালান ক্লাবটির কোচের দায়িত্ব। দলে ফিরে এসেছেন আরেক কিংবদন্তি দানি আলভেস। তবে জাভি ও বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্ত দলটিকে গুছিয়ে নিতে সময় নিচ্ছেন। আজকের এল ক্লাসিকোতে তাদেরকে আন্ডারডগ হিসেবে বিবেচনা করা হলেও পরের এল ক্লাসিকোতে তারা একটি পরিণত দল হওয়ার সম্ভাবনা রাখে।আর ফুটবলে শেষ বলে কিছু নেই। আনসু ফাতি,গাভি,পেদ্রিরা জ্বলে উঠলে সৌদি আরবে বড় অঘটন ঘটিয়ে ফেলতে পারে লিওনেল মেসির উত্তরসূরীরা।
ইনজুরির কারনে মাদ্রিদ শিবিরে নেই গ্যারেথ বেল ও মারিয়ানো ডিয়াজ।এ ছাড়ার পূর্ণ শক্তির দল নিয়েই মার্সেলোর নেতৃত্বে সৌদি আরব গেছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে দলের নতুন খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়ে বার্সেলোনার সাথে গেছেন ফেরান তোরেস। অভিজ্ঞ রিয়াল মাদ্রিদ আর তরুণ বার্লোনার মাঝে এক ধ্রুপদি লড়াই দেখার অপেক্ষায় আছে গোটা ফুটবল বিশ্ব।
No comments