সিংগাইরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ; নিহত ২
সিংগাইরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ; নিহত ২
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কের সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পাশে সিএনজি ও সিমেন্ট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রান হারায় ২ জন এবং আশংকাজনক অবস্থায় আরো ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
পত্যাক্ষদর্শী কয়েকজন জানান- হেমায়েতপুর থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে হরিরামপুর থেকে হেমায়েতপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।
নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও একই জেলার হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত.শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০), এ ঘটনায় সিএনজিতে থাকা আহত অপর যাত্রী হলেন,মানিকগঞ্জ জেলার সদর থানার দক্ষিন সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) ও পাবনা জেলার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত.আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০).
সিংগাইর থানার পুলিশ উপপরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দূর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া করা হচ্ছে।।

No comments