🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জামশায় ব্যবসায়ীর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ

 সিংগাইরের জামশায় ব্যবসায়ীর বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ 




মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা পুরাতন বাজারের রিপন এন্টারপ্রাইজের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের  ছাত্র ছাত্রীদের দেয়া সরকারি উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। 


১৭ জুন বৃহস্পতিবার কয়েকজন ভুক্তভোগী রিপন এন্টারপ্রাইজের পরিচালক রিপন হোসেনের বিরুদ্ধে বাজার কমিটির কাছে এ অভিযোগ দ্বায়ের করেন।


অভিযোগে ভুক্তভোগীরা জানান- প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সরকার  নগদ একাউন্টের মাধ্যমে আঠারো শত টাকা প্রদান করেছে।  রিপন এন্টারপ্রাইজে এ টাকা তুলতে গেলে ১৮০০ টাকা ক্যাশ আউট করে ছাত্র-ছাত্রীদের  ৯০০ টাকা প্রদান করে রিপন হোসেন।


আবার সরকার যাদের ৯০০ টাকা দিয়েছে তাদের টাকা ক্যাশ আউট করতে অতিরিক্ত ৩০ টাকা প্রদান করতে হয়েছে। 


এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আরো একাধিক অভিযোগকারী এসে তাদের অভিযোগ জানায়।

পরে বাজার কমিটির পক্ষ হতে রিপন এন্টারপ্রাইজে যাওয়া হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এ অবস্থায় বাজারে উত্তেজনা বিরাজ করছে।


জামশা বাজারের পুরাতন বিশ্বস্ত ব্যবসায়ী রিপন হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ জনগণ আসা করেনি বলে জানান বাজার কমিটি।

অভিযোগের বিষয়ে রিপন হোসেন জানান - তার দোকানের কর্মচারী বয়সে অনেক ছোট। হয়তো বিষয়টি ভুল বোঝাবুঝি  হয়েছে।  


জনগণের  উত্তেজনা থামাতে বাজার কমিটি রিপন এন্টারপ্রাইজ দোকানটি সাময়িক বন্ধ করে রেখেছে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।






No comments

Auto Scroll Stop Scroll