🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

রিয়াল মাদ্রিদ ছেড়ে দিলেন সের্জিও রামোস

 রিয়াল মাদ্রিদ ছেড়ে দিলেন সের্জিও রামোস



কবির এম হোসেন: রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটানোর পর মাদ্রিদ ছাড়ার ঘোষনা দিলেন দলটির অধিনায়ক সের্জিও রামোস। ক্লাব কর্তপক্ষ থেকে জানানো হয়েছে, আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে বিদায় জানানো হবে।চলতি জুনেই মাদ্রিদের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।


রামোসের বর্তমান বয়স ৩৫ বছর। ২০০৫ সালে সেভিয়া থেকে মাদ্র্রিদে পাড়ি জমিয়েছিলেন স্পানিশ এই ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৫টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লীগ সহ মোট ২২টি শিরোপা জয় করেন।


মাদ্রিদের জার্সি গায়ে ৭৭১ ম্যাচে ১১০ গোল করেছেন রামোস। 


সের্জিও রামোস বর্তমান প্রজন্মের অন্যতম সেরা একজন সেন্ট্রাল ডিফেন্ডার। তাকে ‘লা দেসিমা’র কারিগর বলে অভিহিত করা হয়। ২০১৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ৯৩ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফেরান তিনি। অতিরিক্ত সময়ে যে ম্যাচটি তার দল রিয়াল মাদ্রিদ ১-৪ জিতে নেয়। 


রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লেরেন্তিনো পেরেজ তাকে নতুন এক বছরের চুক্তির প্রস্তাব দেন। কিন্তু সের্জিও রামোস চেয়েছিলেন দুই বছরের চুক্তি। দুইপক্ষে বনিবনা না হওয়ায় অবশেষে সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত নেন উভয়ই। 


ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো তাকে দলে ভেরাতে মরিয়া হয়ে আছে। রামোসও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার আশা করছেন। ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সঁ জাঁমেইও তাকে দলে ভেরাতে লোভনীয় প্রস্তাব দিয়ে রেখেছে । এদিকে আমেরিকান সকার লিগ এমএলসেও তিনি যোগ দিতে পারেন বলে গুঞ্জন আছে।

No comments

Auto Scroll Stop Scroll