🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

ঢাকার দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

 ঢাকার দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা



নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দোহারে বিএনপির এক নেতাকে ফিল্মি স্টাইলে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল আনুমানিক ছয়টার দিকে বাহ্রাঘাট জাবেদ এর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয়  সুত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মত পদ্মা নদীর পার দিয়ে হাঁটছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির উপদেষ্টা এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন উর রশিদ ওরফে হারুন মাস্টার। হঠাৎ করে দুটি মটরসাইকেলে চারজন যুবক তাকে এলোপাথারি কুপিয়ে ও চার রাউন্ড গুলি করে চলে যায়। 

এরপর স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তারিন (তন্নি) তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডা. তন্নি জানান, একটি গুলি মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়ে যায়। তার শরীরের প্রায় চার রাউন্ড গুলির চিহ্ন দেখা যায়। 


এদিকে হারুন মাস্টারের মৃতুর খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার সহকর্মী, ও রাজনৈতিক নৃতৃবৃন্দরা হাসপাতালে ছুটে আসেন। 


এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 


হারুন-অর রশীদ মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন। এছাড়া শিক্ষকতা পেশায় তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে আর ১৭ দিন পরে অবসরে যাওয়ার কথা ছিল। 


তবে কি কারনে এ হত্যাকান্ড তা আপাতত কেউ মুখ খুলছেনা। 


এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ মো: হাসান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিক সুরতাহাল  করে জানতে াপরেছি তার চারটি গুলি ও ৫/৬ টি ধারালো অস্ত্রের  কোপ রয়েছে নিহতের শরীরে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

No comments

Auto Scroll Stop Scroll