সিংগাইরের গোলাইডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মানিকগঞ্জের শিংগাইরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল সালাম(৭০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহাদ (১৬) গুরুতর আহত হয়েছে।
আজ (২৯ জুন২০২৫, রবিবার) দুপুরে গোলাইডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র ফাহাদ তার দুইজন সহপাঠী নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে পথচারী আব্দুল সালামকে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে চালক ফাহাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে আব্দুল সালাম নিহত হয় এবং চালক ফাহাদ আহত হয়। নিহত আব্দুল সালাম বাস্তা গ্রামের বাসিন্দা এবং ফাহাদ ও তার সহপাঠীরা আত্রাইল এলাকার বাসিন্দা এবং গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ReplyDelete