🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে হত্যা

 


মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনার জের ধরে মো. রাহুল আহমেদ খান (১৭) নামে এক কিশোরকে  কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোল (খাল) পার হানিফের ডাঙ্গার পাশে এ ঘটনা ঘটে। 


নিহত রাহুল আহমেদ উপজেলার ধল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেদুলিয়া গ্রামের মো. নজরুল ইসলাম খানের ছোট ছেলে।

এ ঘটনায় আহত রাসেল জানান, কিছুদিন আগে পার্শ্ববর্তী কামুরা গ্রামের কয়েক যুবকের সাথে তুচ্ছ ঘটনায় তাদের বাক-বিতণ্ডা হয়। আজ তারা কয়েকজন বন্ধু মিলে উক্ত স্থানে ঘুরতে গেলে কামুড়া গ্রামের ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। হামলায় সবাই দৌড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাহুল আহমেদকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। 
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, ‘হত্যাকারীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রিপোর্ট: সাইফুল ইসলাম তানভীর 
           দৈনিক দেশ রুপান্তর 

No comments

Auto Scroll Stop Scroll