🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জে নতুন ২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদকঃ 

মানিকগঞ্জে নতুন দুই জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।  এদের একজন     মানিকগঞ্জ শহরের টিনপট্টির বাসিন্দা আরেকজন ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের কান্দাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা।

ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের কান্দাকুষ্টিয়া এলাকায় যে একজন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তার বাড়িসহ আশেপাশের মোট ৭টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয় এবং আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়। তার সংস্পর্শে আসা পরিবারের ৬জনসহ অন্যান্য সদস্যদের কোভিড-১৯ এর সংক্রমণ আছে কিনা তা জানার জন্য আগামীকাল স্যাম্পল সংগ্রহ করা হবে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ঘিওর থানার অফিসার ইন চার্জ, স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।



No comments

Auto Scroll Stop Scroll