🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

বন্ধু যুব কল্যাণ সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

"সিংগাইরের-জামশায় ইমামদের মাঝে 'বন্ধু যুব কল্যাণ সংস্থার' ইফতার সামগ্রী বিতরণ "

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): সিংগাইরের জামশা ইউনিয়নে মসজিদের ইমাম সাহেবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় একটি সংগঠন 'বন্ধু যুব কল্যাণ সংস্থা( গভঃ রেজিঃ নং-মা.০১৪)।
সংগঠনটি  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে নিয়মিত ত্রাণ সহায়তা প্রদান করে আসছে । তারই অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে উক্ত ইউনিয়নে সপরিবারে অবস্থানরত মসজিদের ইমাম ও খতিবদের মাঝে বিভিন্ন ইফতার পণ্য বিতরণ করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মিলন মাহমুদ একুশে জার্নালকে জানান- আমাদের ইউনিয়নে ইমাম সাহেবদের বেতন খুবই সীমিত। এ সল্প আয় নিয়ে রমজান মাস চলতে তাদের অনেকটা হিমসিম খেতে হয়। এ কারনেই তাদের পাশে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।
সভাপতি জাহিদ হাসান জানান- প্রবাসী ও এলাকার সমাজ সেবক ও বিত্তবানদের সহায়তায় আমরা এ কার্যক্রম পরিচালনা করে আসছি এবং পুরো রমজান মাসই আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।
সেক্রেটারি বিদ্যুৎ মোল্লা জানান- আমরা ছোলা, বুট ,খেজুর, মুড়ি ,আলু, চিনি, পিয়াজ সহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করছি।
এ  কাজ সুষ্ঠভাবে পরিচালনা করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সিহাব ও সদস্য সুজন মিয়া।

No comments

Auto Scroll Stop Scroll