🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার মরদেহ উদ্ধার

 



ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া টি.কে মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষিকা যমুনা রায়ের মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। 

যমুনা রায় নবাবগঞ্জ উপজেলার বেরিবাধ এলাকার বাসিন্দা ছিল এবং সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেধাবী  ছাত্রী ছিল।২০২৩ সালে শিকারীপাড়া টি.কে মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন বাংলা শিক্ষক হিসেবে যোগদান করেন।

পারিবারিক সূত্রে জানা যায়- যমুনা রায় নিজের বাড়িতেই পরিবারের সাথে রাতের  খাওয়া দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পরে। পাশের রুম থেকে  রাত আনুমানিক ২ টার দিকে তার মা দেখতে পায় যমুনা গলায় ওরনা পেছিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আছে। সকাল ১১ টার দিকে  নবাবগঞ্জ থানা পুলিশ এসে প্রাথমিক তদন্ত   এবং অন্যান্য প্রক্রিয়া সমাপ্ত করেন।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সরকারি চাকরি না পাওয়ার হতাশা এবং ১৯ আগষ্টে প্রকাশিত  ৬ষ্ঠ গনবিজ্ঞপ্তিতে নিবন্ধন থাকা সত্ত্বেও  সুপারিশ  না পাওয়ার হতাশায় সে আত্মহত্যা করেছে। 

No comments

Auto Scroll Stop Scroll