জার্মানি বনাম পর্তুগাল ম্যাচ পূর্ব পর্যালোচনা
জার্মানি বনাম পর্তুগাল ম্যাচ পূর্ব পর্যালোচনা।
কবির এম হোসেন : একটি দল ইউরো শুরু করেছে জয় দিয়ে অন্য দল ইউরো শুরু করেছে পরাজয় দিয়ে। একটি দল ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ও সাফল্যে সেরা সময় পার করছে অন্য দলটি সাফল্যকে পেছনে ফেলে সম্মান বাঁচাতে লড়ছে।
ইউরো-২০২০ এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে জার্মানি ও পর্তুগাল। জার্মানির মিউনিখ শহরের এলিয়াঞ্চ আরিনা স্টেডিয়ামে দুই দলের মোকাবেলা হবে ২৫০০ দর্শকের উপস্থিতিতে।
জার্মানি গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রাঞ্চের সাথে আত্মঘাতী গোলো পরাজিত হয়েছে। আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আজ তারা হেরে যায় তবে কোয়ার্টার ফাইনালে যেতে জটির হিসাব-নিকাষ কষতে হবে।
জার্মানি যদি আজ হেরে যায় তবে গ্রুপে দ্বিতীয় অবস্থান তাদের জন্য অনিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে ফ্রাঞ্চ যদি আজ হাঙ্গেরীর বিপক্ষে জয়ী হয় তবে জার্মানির জন্য একটু হলেও সুভিদা হবে। শেষ ম্যাচে তারা যদি হাঙ্গেরিকে বড় ব্যাবধানে পরাজিত করতে পারে তবে গ্রপ পর্বে সেরা তৃতীয় হওয়া চার দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে জার্মানি ।
ফ্রাঞ্চেরে বিপক্ষে পরাজিত হলেও জার্মানির খেলা তাদের সমর্থকদের মনে আফসোস জাগিয়েছে। নিজেদের দখলে বল রেখেও শৃংখলিত আক্রমণের অভাবে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি মুলার, গ্যানার্বি,হাভাৎসারা।
পর্তুগাল এই আসরের অন্যতম সেরা দল। তারা শিরোপা জেতার দৈাড়ে ফ্রাঞ্চ,ইটালি ও বেলজিয়ামের সাথে সমান কাতারে রয়েছে। যদিও প্রথম ম্যাচে হঙ্গেরির সাথে প্রথম গোল দিতে তাদে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত। রাফায়েল গোরেরা হাঙ্গেরিয়ানদের মন ভেঙ্গে বুদাপেষ্টের পুসকাস এরিনায় পর্তুগালকে প্রথম গোল উপহার দেন। তার হাত ধরেই ম্যাচের শেষ সময়ে আরা দুই গোল যোগ করে পর্তুগালকে প্রথম জয় উপহার দেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর তিনি হোন ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
দলের খবর ও কৈাশল
জার্মানিঃ
প্রথম ম্যাচে জার্মানির অনেক দুর্বলতা ধরা পরেছ। বিশেষ করে গোল করার খেলোয়ারের অভাব। বায়ার্ণ মিউনিখ রাইট উইঙ্গার সার্জ গ্যানার্বির উপর মূল ভরসা রাখা হলেও তিনি মোটেও সুযোগ তৈরি করতে পারেন নি।
গ্যানার্বি ছাড়াও থমাস মুলার ও কাই হাভাৎসও চোখে পড়ার মতো কিছুই করতে পারেননি। ধারনা করা হচ্ছে সার্জ গ্যানার্বি ও কাই হাভাৎস এই ম্যাচে শুরুর একাদশে নাও থাকতে পারেন।
কাই হাভাৎসের বদলে লেরয় সানেকে শুরুর একদশে আনা হতে পারে । তবে সার্জ গ্যানার্বিকে মূল একাদশ থেকে বাতিলের সিদ্ধান্তটি হবে খুব কঠিন। সার্জ গ্যানার্বির পরিবর্তে কেভিন ভোলান্দের কথা ভাবা হচ্ছে। ভোলান্দ ফ্রেঞ্চ ক্লাব মোনোকোর হয়ে লিগ-ওয়ানে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন। কিন্তু জার্মানির জার্সি গায়ে তিনি খুবই অনিয়মিত। গ্যানার্বির পরিবর্তে তিনি কতাটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে বল নিয়ন্ত্রনে রাখতে পারবেন,সেটা ভাববার বিষয়।
জার্মানির অন্য একটি দুর্বলতম জায়গা হচ্ছে রাইট উইংব্যাক। বায়ার্ণ মিউনিখ মিডফিল্ডার জশোয়া কিমিখ এই জায়গায় ইদানিং খুব বেশি নিয়মিত নন। আরবিলাইপজিগ রাইট উইংব্যাক লুকাস কোলাস্টারম্যান অহত থাকায় কিমিখকে এই অবস্থানে খেলতে হচ্ছে। ফ্রাঞ্চেরে বিপক্ষে কিমিখও খুব বেশি সাফল্যজনক ছিলেন না।
বায়ার্ণ মিউনিখ মিডফিল্ডার লিও গোরাস্কা দ্রুতই আহত অবস্থা থেকে সুস্থ হয়েছেন । তিনি মিডফিল্ডে শুরুর একাদশে প্রবেশে অন্য খেলোয়ারদের জানান দিচ্ছেন। তবে জার্মান কোচ জোয়াখিম লুভ হয়ত চাইবেন না টনি ক্রুস ও ইকাই গুন্দোয়ানের মধ্যে কাউকেই বসিয়ে রাখতে।
লুভ হয়ত জশোয়া কিমিখকে ডিফেন্সিফ মিডফিল্ডার হিসেবে খেলিয়ে ম্যথু জিন্টারকে কিমিখের অবস্থান ছেড়ে দিবেন। জিন্টার বুরুসিয়া মনশেনগ্লাডবাগের হয়ে বুন্দেসলীগায় এই দায়িত্ব ভালো ভাবে পালন করেছেন।
গোসেন্সকে আরো নিচে এনে ৪-৩-২-১ ফর্মেশনে খেলানো। লুভ অবশ্য ইদানিং এই ফর্মেশনে দল সাজাতে একদমই অনাভ্যস্ত।
পর্তুগালঃ
পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য ইতিমধ্যে নোট নেওয়া শেষ করেছেন। ফ্রাঞ্চেরে বিপক্ষে জার্মানির দুর্বলতাগুলো তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন । হাঙ্গেরির বিপক্ষে তার দল পর্তুগালের করা ভুল গুলো শুধরে তিনি জার্মানির বিপক্ষে জয়ের ছককষা ইতিমধ্যে হয়ে গেছে তার।
জার্মানরা ফ্রেঞ্চ কিলিয়ান এমবাপ্পের গতির কাছে পরাস্ত হয়েছিলেন। ফার্নান্দো সান্তোস হয়তো বার্নাডো সিলভার বদলে রাফা সিলভাকে ডান উইংয়ে খেলাবেন। ডিয়াগো জোটা থাকবেন বিপরীত পাশে। মধ্যমাঠ থেকে বলের জোগান দিবেন ব্রুনো ফার্নান্দেস ।ক্রিশ্চিয়ানো রোনালদো আক্রমণে।
নেলসন সেমেডো ও রাফায়েল গোরেরা উইংব্যাক হিসেবে প্রথম ম্যাচে দারুণ সাফল্য দেখিয়েছেন্। সুতরাং তারা দুজনেই কোচের প্রায় সক্রিয় পছন্দ বলা যায়। পেপে ও রুবেন ডায়াস সেন্টারব্যাক, ডানিলো ও উইলিয়াম কারভালহো মধ্যমাঠে আর রুই প্যাটরিসিও গোলকিপার। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসকে খুব একটা ভাবতে হচ্ছে না।

No comments