🔴 ব্রেকিং:
🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

ঘরে সিঁধ কাটা ; ঘরের ভেতরে পড়ে ছিল বৃদ্ধের গলা*কাটা মর*দেহ






মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে এক মর্মান্তিক হ/ত্যা/কা/ণ্ডের ঘটনা ঘটেছে। নিজ ঘরের ভেতর গলা কা/টা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নি/হতের নাম ফাইজুদ্দিন (৫০)। তিনি জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে। তিনি পেশায় মাটি কাটার শ্রমিক ছিলেন।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে র/ক্ত বের হতে দেখে সন্দেহজনক মনে করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা গ/লা কা/টা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি সিংগাইর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে

 ম/র/দেহ উদ্ধার করে।


নি/হ/তের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, পারিবারিক

 ক/লহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে ফাইজুদ্দিন একাই ওই ঘরে বসবাস করছিলেন। হ/ত্যার খবর পেয়ে সন্ধ্যার দিকে স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে 

ম/রদেহ শনাক্ত করেন।


স্থানীয় সূত্রে  জানা যায়, স্ত্রী ও সন্তানদের বিচ্ছেদে ফাইজুদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাটি কাটার সরদার তারেক জানান, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিশ পাঠিয়েছিলেন।


এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি একটি

 হ/ত্যা/কা/ণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হ/ত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।” এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



No comments

Auto Scroll Stop Scroll