🔴 ব্রেকিং:
🌐সিংগাইরের জামশায় ভাতিজার ছুঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ 🌐ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জামশায় ভাতিজার ছোঁড়া ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

 



সিংগাইরের জামশায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে  ভাতিজা ফয়সাল খান রিফাতের ছু্‌ঁড়া  ইটের আঘাতে চাচা আমির খানের মৃত্যুর অভিযোগ উঠেছে।



নিহত আমির খান ওই গ্রামের মরহুম হোসেন খানের ছেলে এবং চার সন্তানের জনক। অন্যদিকে অভিযুক্ত ভাতিজা ফয়সাল খান রিফাত (২২)। তিনি আমির খানের সৎ ভাই খোরশেদ খানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমির খান ও তার ভাতিজা ফয়সাল খান রিফাতের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে গাছের ডালপালা কাটা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


নিহতের পরিবারের অভিযোগ, উত্তেজনার সময় ফয়সাল খান রিফাত ইট ছুড়ে মারলে আঘাত পেয়ে আমির খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তবে অভিযুক্ত রিফাতের পরিবারের দাবি, সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তাদের ভাষ্যমতে, তর্ক-বিতর্কের একপর্যায়ে আমির খান স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম ও এএসপি (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছেন।


লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান জানান, লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা করছেন।


এ বিষয়ে ওসি মো: মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, দেয়ালের পেছন থেকে ঢিল ছোড়া হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


ঘটনার পর থেকেই অভিযুক্ত ফয়সাল খান রিফাত পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিহতের পরিবারে চলছে শোকের মাতম

(তথ্য সূত্র : দৈনিক দেশ রুপান্তর

 সাংবাদিক: সাইফুল ইসলাম তানভীর) 

1 comment:

  1. Sotti samne asbei ekdin. Savabik stok kora mara jaua ke murder case banano hoice. Allah char dey chere dey na.

    ReplyDelete

Auto Scroll Stop Scroll