করোনার ঝুঁকি এড়াতে নবাবগঞ্জের উত্তরবার্হ্রায় অস্থায়ী বাজার
করোনার ঝুঁকি এড়াতে নবাবগঞ্জের উত্তরবার্হ্রায় অস্থায়ী বাজার
জাহিদ হাসান ( নিজস্ব প্রতিবেদক):
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে অস্থায়ী বাজারের আয়োজন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তরবার্হ্রার জনগন।
নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার সহ মাছ, দুধ, মাংস সহ সকল পন্যই পাওয়া যায় এই বাজারে।প্রতিদিন ভোর ৫ টা হতে সকাল ১০ টা পর্যন্ত এ বাজার বসে।
বর্তমানে করোনা ভাইরাস এক ভয়াবহ রুপ লাভ করেছে।ছোঁয়াছে এ রোগের হাত থেকে বাঁচতে হলে সকলকে ঘরে থাকা জরুরি। এজন্যই ঘরের কাছেই বাজারের এ ব্যবস্থা করা হয়েছে বলে জানান এলাকাবাসী। আগে গ্রামের জনসাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনতে বিভিন্ন বাজারে যেতে হত যেখানে জনসমাগম হতো প্রচুর যা খুবই ঝুঁকিপূর্ন। এখন বাড়ির কাছেই নিরাপদে ঝুঁকিমুক্ত বাজার পেয়ে খুশি গ্রামবাসী।


No comments