🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের জামশা সেতুতে ঈদে জনসমাগম রোধ করতে নেয়া হয়েছে যথাযথ ব্যবস্থা

যুব সংবাদ  ডেস্কঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা কালীগঙ্গা সেতুটি সকল বয়সের মানুষের বিনোদনের একটি গুরুত্বপূর্ণ স্থান। বিশেষ করে ঈদের ১০ দিন পর্যন্ত এ ব্রীজে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আশেপাশের প্রায় সকল এলাকার মানুষ জড় হয় এ ব্রীজে। তবে এবার দেখা মিলছে ভিন্ন চিত্র।
 বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এ ব্রীজটি জনশূন্য রাখার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
সকল প্রকার জনসমাগম রোধে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য কর্মী, গ্রাম পুলিশ সহ সেচ্ছাসেবক কর্মীরা।
দৈনিক যুব সংবাদের দেয়া এক সাক্ষাৎকারে বাস্তা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী জনাব সানোয়ার হোসেন জানান-ঈদের ১০ দিন পর্যন্ত এ ব্রীজে হাজার হাজার লোকের সমাগম ঘটে। মহামারী করোনার হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনয় স্বাস্থ্যকর্মী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি।
জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিঠুর নির্দেশনায় নিয়মিত কাজ করে যাচ্ছে ইউনিয়ন গ্রাম পুলিশ, ও সেচ্ছাসেবক সিহাব শেখ।

বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভীর জমানোর চেষ্টা করলেও দ্বায়িত্বরত কর্মীদের প্রচেষ্টায় এবার ঈদে ব্রীজে কোন প্রকার জনসমাগম হচ্ছে না।

No comments

Auto Scroll Stop Scroll