🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের চারিগ্রাম ইউনিয়নে বাবা-ছেলের দেহে করোনা সনাক্ত

সিংগাইরের চারিগ্রামে বাবা-ছেলের দেহে করোনা সনাক্ত

যুব সংবাদ ডেস্কঃ  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া এলাকার  বাবা -ছেলের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার(১৯ই মে) বিকাল ৫ টায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.সেকেন্দার আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান- আক্রান্ত বাবা-ছেলে চিকিৎসার জন্য নিয়মিত ঢাকা যাতায়াত করতেন, তাদের দেহে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করা হয় এবং আজ বুধবার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
একই দিনে জামশা ইউনিয়নে ২২ বছরের এক যুবকের দেহেও করোনা সনাক্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা- উপজেলার দাশেরহাটি মালিপাড়া এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি পরির্দশন করেন এবং তাদের বাড়ি লকডাউন করে লাল নিশান দিয়ে চিহ্নিত করে দেন।

No comments

Auto Scroll Stop Scroll