🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

ঝূঁকিপূর্ণ সিংগাইরের জামশা-গোলাইডাঙ্গা রাস্তা; ভোগান্তিতে জনগণ

যুব সংবাদ ডেস্ক: রাস্তার ইট হাওয়া হয়ে গেছে, পিচ উঠে গেছে  বছর খানেক আগেই। দুই হাত পর পর বড় বড় গর্ত, বৃষ্টির পানি জমে পুকুর হয়ে আছে। হালকা বৃষ্টি হলেই যান চলাচলের অযোগ্য হয়ে পরে এ রাস্তা। বোঝার উপায় নেই পাকা রাস্তা নাকি কাঁচা রাস্তা। 
তবুও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের শত শত কর্মমূখী মানুষ ও রোগীদের যাতায়াত করতে হয় এ রাস্তা  দিয়ে।
বলছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের জামশা-গোলাইডাঙ্গা রাস্তার কথা।
ব্যস্ততম এ রাস্তা দিয়ে আশেপাশের কয়েকটি ইউনিয়নের জনগন জীবনের তাগিদে ঢাকা-মানিকগঞ্জ-সিংগাইর -নবাবগঞ্জ যাতায়াত করে।
চলাচলের অযোগ্য এ রাস্তায় ভোগান্তির শেষ নেই জনগণের। প্রতিনিয়তই ঘটে দূর্ঘটনা।  
জামশা বাজার হতে বাস স্ট্যান্ড -উত্তর জামশা হয়ে গোলাইডাঙ্গা-চারিগ্রাম পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার রাস্তার পুরোটাই এখন মরনফাদে পরিনত হয়েছে।
মাঝে মাঝে আপদকালীন মেরামত করেও দু-এক বছরের বেশি টেকসই হচ্ছে না এ রাস্তাটি।
অথচ অনেকটা ঝুঁকি নিয়ে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে বাস, সিএনজি, অটো সহ বিভিন্ন পণ্য বহনের বড় বড় যানবাহন চলাচল করে এ রাস্তার উপর দিয়ে।
যেখানে ৫০ মিনিটে মানিকগঞ্জ পৌছানো যায় এবং দুই আড়াই ঘন্টায় ঢাকায় পৌছানো যায়,সেখানে জামশা হতে গোলাইডাঙ্গা আসতেই সময় লাগে প্রায় ৪০ মিনিট। এতে বাড়তি সময়ও নষ্ট হচ্ছে যাত্রী ও বাহন মালিকদের।
এ রাস্তার সংস্কারে দ্রুত যথাযথ ব্যবস্থা নিয়ে সমস্যা সমাধান করা হোক, দ্বায়িত্বে থাকা সকলের প্রতি এমনটাই প্রত্যাশা জনসাধারণের। 

No comments

Auto Scroll Stop Scroll