🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জে ধান মাড়াই করতে গিয়ে বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ধান মাড়াই করতে গিয়ে বজ্রপাতে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ৬ জুন বেলা ৫ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়- বাড়ির পাশে জাহাঙ্গীর আলম, দুজন সিরাজজগঞ্জের শ্রমিক এবং তার মা রেজিয়া বেগম ও ফুফু আয়শা বেগম সহ মোট ৬ জন ধান মাড়াই করছিলো।এ সময় ঝড়ো হাওয়ার শুরু হয় এবং বজ্রপাত শুরু হয়। তাদের নিকটে বজ্রপাত ঘটলে সকলেই আহত হোন। আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

No comments

Auto Scroll Stop Scroll