🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

যুব সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড শুক্রবার ৫ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায়  করোনার উপসর্গ নিয়ে ১৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট মৃতের সংখ্যা ১৪ জন।
আজ সকালে সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উলাহ।
তিনি বলেন, ‘ঢাকার ধামরাই উপজেলার জালসা গ্রামের আমেনা খাতুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টায় মানিকঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হতে দুপুর ১২টার দিকে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই মৃত্যুবরণ করেন।

এ দিকে জেলায় আরো ৮৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত  ১৮৭ জন।

No comments

Auto Scroll Stop Scroll