জামশা ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত জানুন
কালীগঙ্গার পাড় ঘেষে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের জামশা ইউনিয়ন। মানিকগঞ্জ জেলার অন্তর্গত সিংগাইর উপজেলায় অবস্থিত জামশা ইউনিয়নটি।জামশা ইউনিয়ন স্থাপিত হয় ১৯৭৩ সালে। এর আগে জামশা সংযুক্ত ছিল চারিগ্রাম ইউনিয়নের সাথে।
ইউনিয়নটির মোট আয়ন ১০ বর্গমাইল বা ৩১.৮৩ বর্গ মিটার যার মোট মৌজা সংখ্যা ৯ টি ও মোট জমির পরিমাণ ১৫১ হেক্টর।
১০ বর্গমাইল আয়তনের এ ইউনিয়নে মোট ২৪১৯৭ জন লোকের বসবাস। মোট ওয়ার্ড সংখ্যা ৯ টি যার মধ্যে রয়েছে ১৪ টি গ্রাম। ১৪ টি গ্রামের মানুষের সুবিধার্থে রয়েছে ৩ টি হাট ও ৫ টি বাজার। জনগণের যাতায়াতের জন্য রয়েছে প্রায় ৩৫ কিঃ মিঃ কাঁচা ও ১২ কিঃ মিঃ পাকা রাস্তা।
এ ইউনিয়নের শিক্ষার হার ৭০ ভাগ। রয়েছে ৩ টি মাদ্রাসা, ১০ টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যমিক ও ১০ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ ২ টি এতিমখানা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি ১০ টি ও বেসরকারি ৪ টি। খেলাধুলার প্রসারের জন্য রয়েছে ১২ টি খেলার মাঠ।
ইউনিয়নে মোট মসজিদ রয়েছে ৪০ টি, কবরস্থান ১০ টি শশ্বান রয়েছে ১ টি।
দর্শনীয় স্থানের মধ্য রয়েছে জামশা কালীগঙ্গা সেতু যা কালীগঙ্গা নদীর উপর নির্মিত জামশা। রয়েছে ১ টি সরকারি ব্যাংক ও কিছু বেসরকারি এজেন্ট ব্যাংক।
জামশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু। জামশা ইউনিয়ন পরিষদ কার্যালয় বালুচর এলাকায় অবস্থিত।
ইউনিয়নের দক্ষিণে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন, পূর্বে শোল্লা ইউনিয়ন, পশ্চিমে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়ন ও উত্তরে অবস্থিত সিংগাইরের পারিল বলধারা ইউনিয়ন।

No comments