🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

জামশার সারারিয়ায় কোরআন শিক্ষা ও খতম করায় সম্মাননা স্মারক প্রদান

 



মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ সারারিয়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন শিক্ষার আসর হতে কোরআন শরীফ খতম করায় ১০ জনকে সম্মানা স্মারক প্রদান করা হয়েছে।

১২ ফেব্রুয়ারী শুক্রবার জুমার নামাজের পর কোরআন শিক্ষায় অংশগ্রহণকারী সকলের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উক্ত মসজিদ কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন,  মো.আলাউদ্দিন (সাবেক চেয়ারম্যান, জামশা ইউপি), সহ এলাকার মুরব্বিবৃন্দ।

এ সময়  মো.মোফাজ্জল হোসেন, সিহাবুল ইসলাম বিজয় 

মো.মিরাজুল ইসলাম,তারিকুল ইসলাম, মৃদুল ইসলাম,শাওন ইসলাম, রিয়াজুল ইসলাম, মো জহিরুল ইসলাম, ইনজামুল ইসলাম ও অনিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। 

উক্ত মসজিদের ইমাম ও খতিব  মো.ফোরকান মাহমুদ বিনা পারিশ্রমিকে সকল বয়সী ও শ্রেণী পেশার মানুষের মাঝে কোরআনের আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে নিয়মিত কোরআন শিক্ষার আসরের ব্যবস্থা করে আসছেন এবং এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।



No comments

Auto Scroll Stop Scroll