নবাবগঞ্জের ইছামতী নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বকস্ নগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের নওমোজাহিদ ক্লাবের বিপরীত পাশের ইছামতি নদী থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
নিহত ফাহিম (১৯) রাজধানীর নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র। যাত্রাবাড়ীর রায়েরবাগে পরিবারের সঙ্গে থাকতো সে।
বক্সনগর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সামসুন্নাহার সাংবাদিকদের জানান, আমার খালাতো ভাই সুমনের চক দিঘীরপাড়ের গ্রামের বাড়িতে শুক্রবার ওয়াজ মাহফিল ছিল। এ উপলক্ষ্যে আমার ভাগিনার সঙ্গে ওর কয়েকজন বন্ধু ঢাকা থেকে ওদের বাড়িতে বেড়াতে এসেছিল। এরমধ্যে ফাহিমও ছিল।
আজ বিকেল ৩টার দিকে ওরা অন্তত নয়জন ইছামতি নদীতে শখের বসে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ফাহিম জোয়ারের পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হলে তার সঙ্গীদের আত্মচিৎকারে আশেপাশের স্থানীয়রা তাৎক্ষনিকভাবে এগিয়ে এসে পানিতে নেমে তার সন্ধানে খোঁজাখুজি শুরু করে এবং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরিদল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের সামান্য দূর থেকে ফাহিমের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানোসহ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছিল। ডুবুরিদল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করলে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করতে সক্ষম হয় তারা। এঘটনায় নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্রঃপ্রিয় বাংলা ফেইসবুক পেইজ।

No comments