🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

জামশার প্রতিভাবান কবি মো.শহীদ মোল্লার কবিতা


মানব গড়ার কারিগর 

কবি মো.শহীদ মোল্লা



হে মানব,

জাগরিত হও, জাগরিত হও, জাগরিত হও 

যুদ্ধ কর,যুদ্ধ কর, যুদ্ধ কর

প্রদীব জালাও জ্ঞানের। 


আলো হবে বিশ্ব জুরে

লাগিবেনা ডিজেল,

মনেতে থাকিতে হবে 

সততার তেল।


কুমারে মাটি ছানে

কি করবে কি ভেবে,

কাজে লাগেনা তাহা 

আগুনে পুড়ালে


মানব গড়া যায় না

সময় শেষ হলে,

মনব গড়ার সময় থাকে 

সেই বাল্য কালে।


No comments

Auto Scroll Stop Scroll