সিংগাইরে কাভার্ড ভ্যানের চাপায় পথচারী নিহত
সিংগাইরে কাভার্ড ভ্যানের চাপায় পথচারী নিহত
সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে কাভার্ড ভ্যানের চাপায় শাহআলম (৩৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । আজ বৃহস্পতিবার (৩ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাইমাইল বাসস্ট্যান্ড তিন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চরতিল্লী গ্রামের মো. আজিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পথচারি শাহ আলম রাস্তা পাড় হওয়ার সময় মানিকগঞ্জগামী বিস্কুট কোম্পানির ১টি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালক পালিয়ে যেতে সক্ষম হলেও কাভার্ড ভ্যানটি আটক করেছেন থানা পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন- আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

No comments