সিংগাইরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা; অভিযুক্ত বৃদ্ধ আটক
মানিকগঞ্জের সিংগাইরে দ্বিতীয় শ্রেণির (১০) ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোকন সরকার ওরফে খোকলা নামক ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ।
৮ সেপ্টেম্বর বুধবার উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয় । আটককৃত খোকন সরকার ওই এলাকার মৃত. শনিরাম সরকারের ছেলে।
ভুক্তোভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা যায় , মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফুসকা কিনে বাড়ি ফেরার পথে খোকন সরকার মুখ চেপে তার শ্বয়ন কক্ষে নিয়ে ঐ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।
এসময় ঐ ছাত্রী কৌশলে ছুটে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়।
মুহূর্তে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মুরুব্বীরা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু ছাত্রীর মা বুধবার থানায় অভিযোগ দায়ের করলে সাথে সাথে অভিযুক্তকে আটক করে সিংগাইর থানা পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনাটি নিশ্চিত করে বলেন ধর্ষণের চেষ্টার ছাত্রীর মা থানায় মামলা দায়ের করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

No comments