🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

তোমাকে খুব ভালোবাসি।।সৈয়দা উলফাত

 তোমাকে খুব ভালোবাসি     

সৈয়দা উলফাত



 

অনামিকা একটি মেয়ে ছিল যে গোলাপ ফুল খুব পছন্দ করত ||তার স্বামী তাকেপ্রতিদিন ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপের তোড়াপাঠাতো আর সাথে থাকতোএকটি করে কার্ড,যেখানে লেখা থাকতো সে তাকে কতটা ভালোবাসে | কিন্তু হঠাৎ একদিন অনামিকা স্বামী মারা জান কিন্তু অনামিকা স্বামী মারা যাওয়ার এক বছর পরের ভ্যালেন্টাইন্স ডে তেও অনামিকা একই ভাবে,কার্ড সহ গোলাপের তোরা পেল | কাফর্ডে লেখা ছিল ''আমিগত বছরের এই দিনে তোমাকে যতোটুকু ভালবাসতাম,এখন তার থেকে আরো বেশি ভালোবাসে | প্রতিটি বছর পার হয়ে যাওয়ার সাথে সাথে তোমার জন্য আমার এই ভালোবাসা আরো বাড়বে |  অনামিকা ভাবল,তার স্বামী হয়তো মারা যাওয়ার অনেক আগেই তার জন্য গোলাপের ওয়ার্ডার দিয়েছেন আজকে দিনটির জন্য সে মন খারাপ করে ভাবল এইটাই তার শেষ ভ্যালেন্টাইন ডে তে স্বামীর কাছে থেকে পাওয়া গোলাপের তোরা |সে ফুলগুলিকে সুন্দর করে সাজিয়ে রাখল আর তার স্বামীর ছবি দেখেই দিনটি কাটিয়ে দিল।                                                                                ছোট গল্প

No comments

Auto Scroll Stop Scroll