সিংগাইরে জমি নিয়ে বিরোধ; চাচী ও তার অন্তঃসত্তা মেয়েকে মারধরের অভিযোগ
সিংগাইরে জমি নিয়ে বিরোধ; চাচী ও তার অন্তঃসত্তা মেয়েকে মারধরের অভিযোগ
জাহাঙ্গীর আলম জানুঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে নিজের চাচী রৌশনারা বেগম (৪৫) ও অন্তঃসত্তা চাচাতো বোন সম্পা আক্তার (২৬) কে মারধরের অভিযোগ উঠেছে ভাতিজা রিয়াদ(১৭) এর বিরুদ্ধে।
অভিযুক্ত রিয়াদ দক্ষিণ জামশা গ্রামের মাজেদ মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় - ২২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭ টার দিকে মাজেদ মিয়ার পরিবারের সাথে ভুক্তভোগী মোতালেব মিয়ার পরিবারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাজেদ মিয়ার ছেলে রিয়াদ ক্ষিপ্ত হয়ে রৌশনারা বেগম ও তার মেয়ে সম্পা আক্তার কে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের কয়েকজন মহিলা এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে রিয়াদ।
ভুক্তভোগী রৌশনারা বেগম জানান- আমরা আমাদের জমিজমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় ক্ষিপ্ত হয়ে রিয়াদ আমাদের উপর হামলা ও মারধর করেছে। মারধরে বাধা দিতে গেলে পাশের বাড়ির আরেক মহিলাকেও সে আঘাত করেছে।
ভুক্তভোগীর ছেলে রাকিব জানায়- আমার বোন অন্তঃসত্ত্বা। তার গায়েও আঘাত করেছে রিয়াদ ও তার পরিবার। তারা স'পরিবার মিলে পরিকল্পিত ভাবে আমাদের পরিবারের উপর হামলা করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী রৌশনারা বেগম রাতেই সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের সূত্র ধরে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লার নির্দেশানা অনুযায়ী ঘটনাস্থল পরিদর্শন ও সরেজমিনে তদন্ত করেন এস আই মোহাম্মদ জহিরুল হক। এ সময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করতে রিয়াদের বাড়িতে গেলে তাদের পরিবারের কোন সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। ভুক্তভোগীদের আইনানুক সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথা জানায় এস আই মোহাম্মদ জহিরুল হক।
এ বিষয়ে অভিযুক্ত রিয়াদের সাথে কথা বলতে গেলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

No comments