🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের দুই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

 মানিকগঞ্জের দুই উপজেলায় চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ 





দেশের বিভিন্ন উপজেলায় চলছে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। তারই ধারাবাহিকতায় 

মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৫ জানুয়ারি, বুধবার সকাল থেকে তীব্র শৈত প্রবাহ উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে ভোটার এবং শান্তিপূর্ন পরিবেশে ভোট দিয়ে বাসায় ফিরছে তারা।


এবার হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩৬৯ জন, ১১৭টি সাধারণ সদস্য পদে ৩৬৯ জন এবং সংরক্ষিত ৩৯টি মহিলা আসনে ১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


৬৫ হাজার ৯২৮ জন মহিলাসহ মোট ১লাখ ৩২ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোট দেবেন। মোট ১১৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৭৮ জন পোলিং অফিসারকে ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।  উপজেলার ১৩টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।




এছাড়াও দৌলতপুর উপজেলার আটটি ইউনিয়নে ৮টি চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য ৭২টি পদে ২৮৫ জন এবং সংরক্ষিত নারী আসনে ১০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার আটটি ইউনিয়নে ভোট পরিচালনার জন্য মোট ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ৪১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৩৬ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।


জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে মাঠে উপস্থিত আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

No comments

Auto Scroll Stop Scroll