চালু হয়নি সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন
চালু হয়নি সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের কাজ শেষ হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও শুরু হচ্ছে না এর কার্যক্রম। এতে জান-মাল নিয়ে অগ্নিঝুঁকি ও সড়ক দুর্ঘটনায় অসহায়ত্বের মধ্যে দিয়ে অতিবাহিত করছে উপজেলাবাসী।
মানিকগঞ্জ গণপূর্ত বিভাগ ইতিমধ্যে শতভাগ কাজ সম্পন্ন করে ফায়ার সার্ভিস বিভাগকে ভবন বুঝে নিতে বলেছেন। অপরদিকে নির্মাণ কাজে সামান্য কিছু ত্রুটি-বিচ্যুতি থাকায় ফায়ার সার্ভিস বিভাগ ভবন বুঝে নিচ্ছে না বলে জানিয়েছে। যে কারণে এই স্টেশনে জনবলসহ দুটি গাড়ি দেওয়া হলেও শুরু হচ্ছে না এর কার্যক্রম।
মানিকগঞ্জ গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের জন্য ২০১৫ সালের দিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে ৩৩ শতক জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হলে মেসার্স মদিনা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। এর জন্য নির্মাণ বরাদ্দ দেওয়া হয় প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকা। কার্যাদেশ পাওয়ার পর ২০১৮ সালের প্রথম দিকে এর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজের নির্ধারিত সময় দেড় বছর অতিক্রম হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পূর্ণ করতে না পারায় আরো কিছু সময় বৃদ্ধি করে বাকি কাজ ২০২১ সালের জুন মাসের দিকে শেষ করে গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দেয়।
এরপর গণপূর্ত বিভাগ ফায়ার সার্ভিস বিভাকে ভবনটি বুঝে নিতে বলেন। এ প্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিন মনি শর্মা ভবনটি পরিদর্শন করে কাজে সামান্য ত্রুটি-বিচ্যুতি দেখতে পান এবং সেগুলো সংশোধন করতে নির্দেশ দেন। ত্রুটি-বিচ্যুতিগুলো সংশোধন হলেই ভবনটি বুঝে নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জন্য বিভিন্ন পদে প্রায় ২০ জন লোক পদায়ন করা হয়েছে। এদের এখন অন্য স্টেশনে কাজ করানো হচ্ছে। এ ছাড়া ২টি গাড়িও বরাদ্দ পেয়েছি।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধনের তারিখ নির্ধারণ হলেই ভবন বুঝে নেয়াসহ যারা অন্যত্র দায়িত্বে আছে তাদের এখানে নিয়ে আসা হবে এবং এ জনবল দিয়ে বতর্মানে স্টেশনটি চালাতে পারব।
এ ব্যাপারে সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোহাম্মদ বাশার বলেন, সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন নির্মাণ কাজ শেষ হলেও এর কার্যক্রম শুরু না হওয়ায় অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনাসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী।
তথ্য সূত্রঃ জাতীয় দৈনিক দেশ রুপান্তর
সাংবাদিকঃ সাইফুল ইসলাম তানভীর,
সিংগাইর, মানিকগঞ্জ।
No comments