বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হলেন ’পুরাতন’ জেমি সিডন্স

 বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হলেন ’পুরাতন’ জেমি সিডন্স।



জেমি সিডন্স বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ। কেশবিহীণ মস্তক, চোখে কালো চশমা পরা সাদা চামড়ার জেমি সিডন্স এর আগে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তার কোচিংয়ে বাংলাদেশ বেশ কিছু চমকজাগানিয় সাফল্যও দেখিয়েছিল।অস্ট্রেলিয়ান সিডন্সকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তার ফিরে আসা এটাই প্রমাণ করে, তার কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট এখনো ওনেক কিছু প্রত্যাশা করে।


বাংলাদেশ দলাটিতে প্রধান কোচ হিসেবে রয়েছেন অর্ধমস্তক কেশবেষ্টিত , সাদা চামড়ার, সদা হাস্যজ্জ্বল রাসেল ডোমিঙ্গো। ব্যাটিং কোচ কোচ হিসেবে আছেন এ্যাশয়াল প্রিন্স।তাহলে বাংলাদেশ দলে সিডন্সের নতুন ভূমিকা কি হবে? তিনি কি জাতীয় দলের সাথে কাজ করবেন, উনুর্ধ্ধ-১৯ দলের সাথে কাজ করবেন নাকি হাই-পারফরমেন্স দলের সাথে কাজ করবেন, এটা নিয়ে ছিল ধোঁয়াশা।এদিকে সিডন্স বাংলাদেশ সমন্ধে নস্টালজিয়া হয়ে বাংলাদেশের বিভিন্ন মাঠে বিপিএল দেখছিলেন ও তার পুরনো শিষ্যদের সাথে দেখা করে সময় অতিবাহিত করছিলেন।



অবশেষে তাকে নিয়ে ধোঁয়াশার অবসান ঘটলো। সিডন্স বাংলাদেশে পা রেখেছেন এই সংবাদ প্রিন্সের কানে পৌঁছেছে। দলটিতে তার অবস্থান নিয়ে তিঁনি হয়ত শঙ্কিত ছিলেন।আর এজন্যই পারিবারিক কারন দেখিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এ্যাশয়াল প্রিন্স পদত্যাগ করে নিজ দেশ সাউথ আফ্রিকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার বিদায়ে সিডন্সের পথ একদম প্রসস্ত হয়ে যায়।বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে জিমি সিডন্সের নিযুক্তি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ বলেন,-

”বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন জেমি সিডন্স। আমরা বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার ও বোর্ড ডিরেক্টরদের সাথে তার ব্যাপারে নতুন করে কথা বলেছি। সকলেই সম্মত হয়েছেন, সিডন্স একজন ভালো কোচ। আর এজন্যই আমরা তাকে আবার বাংলাদেশে নিয়ে এসেছি।”


বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতবছরই জেমি সিডন্সকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল। নেইল মেকেন্জি ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এ্যশয়েল প্রিন্স ও জেমি সিডন্সের কথা চিন্তা করা হয়েছিল। তখন সাউথ আফ্রিকান এ্যাশয়েল প্রিন্সকে তামিম-মুশফিকদের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। 


নাজমুল হাসান পাপন আরও বলেন-”সিডন্স আসার পর প্রিন্স হয়ত ভেবেছেন, আমরা ভিন্ন কিছু চিন্তা করছি।কিন্তু তিঁনি থেকে যেতে পারতেন। তাকে আমরা অন্য দায়িত্ব দিয়ে রেখে দিতে পারতাম।” 


জেমি সিডন্স পুনরায় বাংলাদেশে ফিরে আসায় বাংলাদেশের অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার খুবই উচ্ছ্বসিত। অনেকেই সোশাল মিডিয়ায় সিডন্সের সাথে ছবি পোষ্ট করে তাদের সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশও করছেন। মিডিয়া পাড়ায় সিডন্সকে নিয়ে ভালই আলোচনা হচ্ছে। পরিচিত বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করতে কতটুকু সহায়তা করতে পারেন ৫৭ বছর বয়স্ক এই অস্ট্রেলিয়ান কোচ, সময়ই তা বলে দিবে।

No comments

Auto Scroll Stop Scroll