জন্ম নিবন্ধনে সাক্ষর করতে বিশ হাজার টাকা দাবির অভিযোগ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ রিপন হোসেনের বিরুদ্ধে জন্ম নিবন্ধনে স্বাক্ষর বাবদ ২০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী সোহেল রানাকে পরিষদ থেকে বের করে দেন ইউপি চেয়ারম্যান। এ বিষয়ে সোহেল রানা সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল চারিগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানা জন্ম নিবন্ধনে স্বাক্ষর করতে চেয়ারম্যানের কাছে যান। ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন স্বাক্ষর বাবদ অনৈতিকভাবে ২০ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী সোহেল রানা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে পরিষদ থেকে বের করে দেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান দেওয়ান মোঃ রিপন হোসেন বলেন, বিএনপির- জামাতের উসকানিতে আমার উপর মিথ্যা অভিযোগ করছেন সোহেল রানা। আমার কাছে জন্ম নিবন্ধন নিয়ে আসলে অবশ্যই স্বাক্ষর করে দেবো।
উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, এ বিষয়ে একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
No comments