সিংগাইরের জামশা বাজারে পাটের গুদামে আগুন ; ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

 


মানিকগঞ্জের সিংগাইরে পাটের গোডাউনে আগুন লেগে ১২শ মন পাট ও ১৬০ মন সরিষা পুড়ে গেছে। এতে গুদামঘর, পাট ও সরিষাসহ আনুমানিক ৪৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামসা ইউনিয়নের দক্ষিণ জামসা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দক্ষিণ জামসা গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু (৫২) মালিকাধীন গুদামঘরে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পাট ও সরিষা ব্যবসায়ী মো. বাদশা মিয়া (৫৫) ও মো. আজগরসহ (৪২) তিনজন ব্যবসায়ী ব্যবসা করেন।

শনিবার সকালে বন্ধ গুদামে হঠাৎ আগুন লেগে তিনজন পাট ব্যবসায়ীর আনুমানিক ১২শ মন পাট, ১৬০ মন সরিষা পুরে যায়। স্থানীয়দের সহযোগিতায় মানিকগঞ্জ ও সিংগাইর ফায়ার সার্ভিস আগুন নিভাতে সক্ষম হন। ততক্ষণে পাট ও সরিষা পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

No comments

Auto Scroll Stop Scroll