🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ; যুবক গ্রেফতার



 মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হোসেন (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। 


এদিকে, নির্যাতনের শিকার স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় মানসিক হাসপাতালে রেফার্ড করেছে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।


আদালতে দাখিল করা মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার সময় আসামি হৃদয় রাস্তাঘাটে ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। এতে কোনো সাড়া না পাওয়ায় গত ১৩ মার্চ রাতে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় হৃদয়। একপর্যায়ে ওই স্কুলছাত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে গেলে ১৯ মার্চ তাকে নিয়ে হৃদয় বাড়ি আসে। পরে হৃদয়ের ভাই ওই স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন।


ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, ঢাকা নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর মতো টাকাও তার কাছে নেই। তার মেয়ের এই অবস্থার জন্য দায়ী ব্যক্তির সর্ব্বোচ শাস্তি দাবি করেন তিনি।


No comments

Auto Scroll Stop Scroll