সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাই মাটিকাটায় এক অজ্ঞাতনামা ব্যক্তি গাড়িচাপায় নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) ভোরে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাই মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান- মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় কোন গাড়ি তাকে চাপা দিয়ে গেছে। নাম-পরিচয় না জানা এই ব্যক্তি প্রায় দুই সপ্তাহ যাবত গোলাইডাংগা, বাস্তা, গোলাই, মাটিকাটা এলাকায় বস্ত্রহীন অবস্থায় পাগলের মতো ঘোরাফেরা করতো। রাস্তায়ই রাত কাটাতো। এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সিংগাইর থানা পুলিশ এবং স্থানীয় গ্রাম পুলিশ।

No comments