মানিকগঞ্জে ট্রাক-ভ্যান সংঘর্ষ ; নিহত-১
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত হয়েছে।
বুধবার দুপুরে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের বাইলজুরি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে । নিহত ব্যাক্তি ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামের মৃত রেহাতল্লার পুত্র আজাহারুল ইসলাম (৫৫) ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, মানিকগঞ্জগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী আসা একটি খালি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক ট্রাক চালক হুমায়ন কবিরকে আটক করা হয়েছে।

No comments