🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

পুত্র সন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার থেকে আবারো দায়িত্বপালন শুরু করেছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে লন্ডনের জনসন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনদিন থাকতে হয়। পরে সুস্থ হয়ে গত ১২ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
করোনাভাইরাসকে পরাজিত করে কাজে ফিরেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এটা তার জন্য ব্রিটিশ নাগরিকদের জন্য একটা সুখবরই বটে। তবে কাজে যোগ দেয়ার দুই দিনের মাথায় আরো একটি সুসংবাদ পেয়েছেন তিনি।
করোনাভাইরাসকে পরাজিত করে পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার দুই দিনের মাথায় ছেলে সন্তানের বাবা হয়েছেন বরিস জনসন। তার বাগদত্তা ক্যারি সাইমন্ডস লন্ডনের একটি হাসপাতালে বুধবার এক সুস্থ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। জনসনের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও ছেলে দুজনই ভালো আছেন। ওই বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ও সাইমন্ডস ছেলে সন্তানের খবর জানাতে ভীষণ উদগ্রীব। আজ সকালে লন্ডন হাসপাতালে তাদের সুস্থ ছেলে পৃথিবীতে আসে।’
তবে গত কয়েক সপ্তাহে দুঃসহ অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে জনসন ও তার বাগদত্তাকে। দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে গত ২৭ মার্চ জনসন করোনায় আক্রান্ত হন। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের লড়াই শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন। এর ভেতর তার বাগদত্তারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। কিন্তু সাইমন্ডস বর্তমানে সুস্থ আছেন।
৩১ বছর বয়সী সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সাল থেকে তারা একসাথে আছেন। এ বছর মার্চের শুরুতেই প্রধানমন্ত্রী বরিস জনসন সাইমন্ডসের সঙ্গে আংটি বদল করেন। কবে বিয়ে করবেন সে বিষয়ে এখনো কিছু জানাননি। ৫৫ বছর বয়সী জনসনের প্রথম স্ত্রীর ঘরে চার সন্তান রয়েছে।

No comments

Auto Scroll Stop Scroll