🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জে নিয়ম না মেনে মাংশ বিক্রি; পাঁচ কসাইকে জরিমানা-দৈনিক যুব সংবাদ24

 যুব সংবাদ ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর  মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার নির্দেশনায় সারা দেশের ন্যায় অভিযান অব্যাহত রয়েছে মানিকগঞ্জে। 

মানিকগঞ্জ জেলা প্রশাসক  জনাব এস এম ফেরদৌস  এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ২৪ মে ২০২০ রবিবার সকাল ৬.০০ ঘটিকা হতে মানিকগঞ্জের হিজুলি,নয়াকান্দি,বান্দুটিয়া, পৌর বাজার, বাসস্ট্যান্ড বাজার, গোলড়া, রাজিবপুর ও কাটিগ্রাম বাজারে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।।
পশু জবাইয়ের পূর্বে প্রাণিসম্পদ অফিস হতে উপযোগিতার প্রত্যয়ন পত্র সহ  জবাইকৃত পশুর গায়ে সীলমোহর নেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা মানছেন না অধিকাংশ মাংস ব্যবসায়ী।। ঈদে মাংসের চাহিদা বেশি জেনেই সারা বছর বিক্রি করা  ৫৫০ টাকা কেজি প্রতি গরুর মাংস আজ ৬০০ টাকা, এবং খাসির মাংস ৭০০ টাকার স্থলে ৮০০ টাকা  বিক্রয় কালে হাতেনাতে ধরা হয় কিছু মুনাফাখোর মৌসুমি কসাইকে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে ৮,৫০০ টাকা। সেই সাথে সতর্ক করা হয়েছে অতিরিক্ত মুনাফা না করার জন্য।
 এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল জানান-জেলার প্রতিটি বাজারে সর্বোচ্চ  ৫৫০ টাকা কেজি প্রতি গরুর মাংস পাওয়া যাবে, অনিয়ম পরিলক্ষিত হলে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান জেলা প্রশাসন অথবা ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা কার্যালয়ে।
এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব অতনু রায়, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও ব্যাটালিয়ন আনসার, মানিকগঞ্জ।।

No comments

Auto Scroll Stop Scroll