🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরে ধান কাটার মেশিন নিয়ে কৃষকদের পাশে এম.পি মমতাজ বেগম

সিংগাইরে ধান কাটার মেশিন নিয়ে কৃষকদের পাশে এম.পি মমতাজ বেগম


বিদ্যুৎ মোল্লা (স্টাফ রিপোর্টার): মানিকগঞ্জের সিংগাইরে কৃষকদের ধান কাটার সুবিধার্থে ৫ টি অত্যাধুনিক মেশিন ও প্রায় ৪'শ পরিবারের মাঝে  সবজির বীজ বিতরণের কার্যক্রম উদ্ভোদন করেন মানিকগঞ্জ -২ আসনের এম.পি জনাব মমতাজ বেগম।
এ সময় এম পি মমতাজ বেগম নিজে উপস্থিত থেকে এসব কাজের উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা   ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অত্যাধিনিক এসব মেশিন নিয়ে সল্প সময়ে সল্প ব্যয়ে ধান কাটা সম্ভব হবে এবং জনবলও কম লাগবে।
প্রতিটি মেশিনের মূল্য প্রায় ৩০ লক্ষ ৫০ হাজার টাকা।
এ সময় মৎস অধিদপ্তরের আওতায় মৎস চাষীদের মাঝে বিভিন্ন মৎস উপকরণ বিতরণ করা হয়।

No comments

Auto Scroll Stop Scroll