🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

সিংগাইরের জামশায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে জাপানি সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

সিংগাইরের জামশায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে জাপানি সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ 

যুব সংবাদ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করোনায় অসচ্ছল হয়ে পড়া ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন জাপানী একটি সংগঠন  ELSEREINE 1% Club।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু গৌর চন্দ্র রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান মোল্লা সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বাবু গৌর চন্দ্র রায় জানান- করোনা প্রভাবে অসচ্ছল হয়ে পড়া ছাত্র ছাত্রীদের পরিবারের মাঝে জাপানি সংস্থার সহায়তায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য যে এর আগে উক্ত সংস্থার পক্ষ হতে বিদ্যালয়ের ভবন নির্মান, শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।তারই অংশ হিসেবে এ আয়োজন। বিগত দিনে সংস্থাটির জাপানিজ সদস্যবৃন্দ উপস্থিত থাকলেও করোনার প্রাদুর্ভাবে তারা এ খাদ্যসামগ্রী বিতরন কাজে অংশ নিতে পারে নি।

এ সময় সামাজিক দূরত্ব বজায়  রেখে প্রায় ৭০ জন অভিভাবকদের হাতে চাল,ডাল,তেল,চিনি,লবন সহ বিভিন্ন শিশুখাদ্য তুলে দেয়া হয়।

No comments

Auto Scroll Stop Scroll