🔴 ব্রেকিং:
ঢাকার নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা🌐সাউথ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিংগাইরের যুবক নি হ ত🌐সিংগাইরের জামশায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু🌐

মানিকগঞ্জের শিবালয়ে ২০ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা



স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব না মেনে সরকারি নিষেধ অমান্য করে কাপড়,কসমেটিকস দোকান খোলা রাখায় প্রায় ২০ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ সময় নিয়মানুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা বাবদ ১ লক্ষ ৭০ হাজার টাকা আদায় করা হয়।
এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ।
এ সময় নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ জানান-করোনা বিস্তার ঠেকাতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এবং ঔষধের দোকান ব্যতীত অন্যকোন শপিং মল কিংবা কাপড়ের দোকান খোলা পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে মানিকগঞ্জ জেলায় করোনার বিস্তার ঠেকাতে জেলা প্রশাসকের পক্ষ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতীত সকল প্রকার শপিংমল, কাপড় দোকান, কসমেটিকস সহ যাবতীয় সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।

No comments

Auto Scroll Stop Scroll